দেশ

‘নিরপেক্ষ নন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা’- পর্যবেক্ষণ শীর্ষ আদালতের, ভোট পরবর্তী হিংসা মামলায় নির্বাচন কমিশন ও কেন্দ্রকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট

ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম কোর্টে রাজ্যের হয়ে সওয়াল কপিল সিব্বালের। হিংসার ঘটনা যে সময়ের বলে উল্লেখ করা হয়েছে সেই সময়ের আইন শৃঙ্খলার দায়িত্ব রাজ্য সরকারের নয় বলে জানিয়েছেন তিনি।  আজ সুপ্রিম কোর্টে নির্বাচন পরবর্তী হিগসের ঘটনার শুনানির সময়ে কপিল সিব্বাল বলেন সিংসার ঘটনা কেউ অস্বীকার করেনি কিন্তু যে সময়ের কথা উল্লেখ করা হয়েছে সেই সময়ে রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব ছিল নির্বাচন কমিশনের হাতে। মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মে মাসের ৫ তারিখে। সুপ্রিম কোর্ট আরও জানায় যে পদ্ধতিতে কলকাতা হাই কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে তা ঠিক নয়। জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)-এর বিষয়ে কোর্ট জানায় এই কমিটিতে থাকা ৩ জন সদস্য নিরপেক্ষ নন। তাদের টুইটার প্রোফাইল এবং অন্যান্য জায়গা থেকে প্রাপ্ত তথ্য তাদের নিরপেক্ষতার বিষয়ে প্রশ্ন তুলছে। এছাড়াও সুপ্রিম কোর্টকে সিব্বাল জানিয়েছেন, হাই কোর্টে যে রিপোর্ট জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) জমা দিয়েছে তার কোন কপি দেওয়া হয়নি রাজ্য সরকারকে। এর ফলে রাজ্য সরকার তদন্ত করতে অসুবিধায় পড়ছে বলে জানান তিনি। ধর্ষণের ঘটনার অভিযোগের উদাহরণ দিয়ে তিনি প্রশ্ন করেন যার ধর্ষণ হয়েছে তার নাম ঠিকানা না দিলে রাজ্য সরকার কিভাবে তার তদন্ত করবে। পুলিস আধিকারিকদেরও সমন পাঠানো হচ্ছে জানিয়ে তিনি আবেদন করেন পরবর্তী শুনানি পর্যন্ত যাতে নতুন কোন কেস না করা হয়। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন (ECI)-কে নোটিস দিয়ে জানিয়েছে মে মাসের ২ তারিখ থেকে ৫ তারিখ অবধি যা ঘটেছে সেগুলি সুপ্রিম কোর্টকে জানাতে হবে। কেন্দ্রকেও নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ৭ অক্টোবর।