জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ ও ঝাড়খণ্ড পুলিশের যৌথ হানায় রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র ও গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। বুধাবার এনআইএ-র তরফে এইবিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে যে, গত দুদিন ধরে পিএলএফআই টেরর ফান্ডিং মামলায় ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় এএন আই ও ঝাড়খণ্ড পুলিশের যৌথ বাহিনী। এর ফলে প্রচুর আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়। এনআইএ-র প্রকাশিত বিবৃতি অনুযায়ী, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ঝাড়খণ্ডের কুন্তি জেলায় রায়না থানার অন্তর্গত গরাই এলাকার ঝারিয়াটোলি এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৬২.৩ কেজি জিলেটিন ও ৫.৫৬ এমএমের ৭৩২ রাউন্ড গুলি বাজেয়াপ্ত হয়। অন্যদিকে একই দিনে গুমলা জেলার কামদারা এলাকার কিসনি গ্রামে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত হয় একটি পিস্তল, ৫.৫৬ এমএমের ১১ রাউন্ড গুলি এবং .৩০৩ অ্যানিমেশনের ৩০ রাউন্ড গুলি বাজেয়াপ্ত হয়। আর মঙ্গলাবর তল্লাশি চালিয়ে সিমেগেডা জেলার মাহাবুয়াং থানার মাহুহাচোলির পার্বত্য জঙ্গল এলাকা থেকে দুটি আইইডি বাজেয়াপ্ত করা হয়।