ভূপতিনগর বিস্ফোরণ মামলায় তৃণমূল নেতা-কর্মীদের ফের তলব করল এনআইএ। তৃণমূল নেতা, কর্মী-সহ ৮ জনকে ফের নোটিস পাঠাল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। আগেরদিন গরহাজির হওয়ার ফের নোটিস পাঠিয়ে তলব করল এনআইএ। নিউটাউনে এনআইএ-র অফিসে ফের তলব করা হয়েছে ওই আটজন তৃণমূল নেতা-কর্মীদের।২০২২ সালের ৩ ডিসেম্বর ভূপতিনগরে ওই ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় প্রথমে পুলিশ তদন্ত করেছে। পরে তদন্তের ভার যায় এনআইএ-এর হাতে। এরই মধ্যে এনআইএ-এর তদন্তকারী আধিকারিকের বদলি হয়। তারপরে ডিএসপি পদমর্যাদায় একজন আধিকারিকের নেতৃত্বে ওই তদন্ত চলছে। ভূপতিনগর বিস্ফোরণ মামলায় এর আগেও একাধিক লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এনআইএ- মনে করছে ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় এই আটজনকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন রয়েছে। নবকুমার পান্ডা, সুবীর মাইতি, মিলন বার, অরুণ মাইতি ওরফে উত্তম মাইতি, বলাইচরণ মাইতি, শিবপ্রসাদ গায়েন, মানবকুমার বড়ুয়া, অনুব্রত জানা- এই আটজনকে নোটিশ দিয়ে ডেকে পাঠিয়েছে এনআইএ। এনআইএ সূত্রের খবর, আসতে পারবেন না বলে জানানোয় তাঁদের পরে নোটিশ পাঠানো হয়। সেখানে বলা হয়েছে আগামীকালই তাঁদের আসতে হবে। দ্বিতীয় নোটিশ নিয়ে ওই আটজনের কেউ কোনও উত্তর দেননি।