বিদেশ

তৃতীয়বার ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হলেন নিকোলাস মাদুরো

তৃতীয়বারের জন্য ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নির্বাচিত হলেন নিকোলাস মাদুরো। রবিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা। মধ্যরাতের পর ফল ঘোষণা করে জাতীয় নির্বাচন কাউন্সিল। সেই অনুযায়ী ৫১ শতাংশ ভোট পেয়েছেন মাদুরো এবং বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ পেয়েছেন ৪৪ শতাংশ ভোট। উল্লেখ্য, ভোটগ্রহণ শেষ হওয়ার পরে বুথ ফেরত সমীক্ষা বিরোধীদের জয়ের দিকেই ইঙ্গিত দিয়েছিল। কিন্তু, তাৎপর্যপূর্ণভাবে ফল ঘোষণা হতেই দেখা যায় পুরো উল্টো ছবি। এই অবস্থায় বিরোধীরা ভোট গণনায় জালিয়াতির অভিযোগ তুলেছেন। নির্বাচনের এই ফলাফলকে চ্যালেঞ্জ করার কথা জানিয়েছে বিরোধীরা। একইসঙ্গে ভোট গণনায় বিলম্ব করার অভিযোগও তুলেছেন। যা ঘিরে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে দেশটিতে। অভিযোগ ভোট শেষ হওয়ার ৬ ঘণ্টা পর ফলাফল ঘোষণা করা হয়েছে।