দেশ

সোনিয়ার সঙ্গে বৈঠক করতে দিল্লি যাচ্ছেন লালু-নীতীশ

বিরোধী ঐক্যে শান দিতে সোনিয়ার সঙ্গে বৈঠক করতে দিল্লি যাচ্ছেন লালু-নীতীশ। জানা গিয়েছে, শনিবারই দিল্লিতে সোনিয়ার বাসভবনে দেখা করতে আসবেন নীতীশ। তাঁর সঙ্গে থাকবেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবও । ২০২৪ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিরোধী ঐক্যকে শক্তিশালী করে তুলতেই এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই বিজেপির জোট ভেঙে বেরিয়ে এসে কংগ্রেসের সমর্থন নিয়ে বিহারে সরকার গঠন করেছেন নীতীশ। তারপর থেকেই ২০২৪এর নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবেও তাঁর নাম উঠে আসছিল।