দেশ

আগামীকাল বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতিশ কুমার

চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী পদে অভিষিক্ত হতে চলেছেন নীতিশ কুমার। পূর্ব পরিকল্পনা মতো সোমবারই নীতিশের বাসভবন লাগোয়া রাজভবনে অনুষ্ঠিত হবে শপথগ্রহণ অনুষ্ঠান। নীতিশ কুমার সংবাদমাধ্যমকে নিজেই জানিয়েছেন, আগামী কাল অর্থাত্‍ সোমবার তাঁর শপথগ্রহণের অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। কে কোন বিভাগের দায়িত্ব পাবেন তা শপথগ্রহণের পরেই জানানো হবে বলে নীতীশ জানিয়েছেন। বিহারে এনডিএ পেয়েছে মোট ১২৫ টি আসন। কিন্তু এই আসনের সিংহভাগই এসেছে বড় শরিক বিজেপির হাত ধরে। জেডিউ পেয়েছে ৪৩টি আসন। তথ্য দিয়ে বিচার করলে তাঁর দল তৃতীয় দল। এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছিল, দুর্বল জেডিইউ-কে কি মুখ্যমন্ত্রীত্ব ছাড়বে বিজেপি? কিন্তু বিজেপি স্পষ্টই বার্তা দেয়, বিহারে এনডিএ-এর মুখ হবেন নীতিশই। প্রাথমিক ভাবে সমস্ত শরিক দলের সঙ্গে নীতিশ কুমার কথা বলেছেন। স্থির হয়েছে, মোট ৩৬ জন সদস্যের মন্ত্রীসভা তৈরি হতে পারে। এর মধ্যে ২২ জন মন্ত্রীই থাকবেন বিজেপি থেকে, ১২ জন থাকবেন জেডিইউ থেকে। ভিআইপি ও হ্যাম থেকে আসবেন একজন করে সদস্য।