বিহারে আস্থা ভোটে জয়ী হলেন নীতীশ কুমার। বুধবার বিকেল নাগাদ বিজেপি বিধায়করা ভোটাভুটির আগেই সভাকক্ষ ত্যাগ করায় ছবিটা স্পষ্ট হয়ে যায়। এমনিতেই বিধানসভায় নীতীশ কুমার ও তেজস্বী যাদবের মহাগাঁটবন্ধন সংখ্যায় এগিয়ে ছিল। আস্থা ভোটের সমর্থনে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বক্তব্যের সময়ই বিজেপি বিধায়করা বেরিয়ে যেতেই নীতীশের জয় নিশ্চিত হয়ে যায়।