দেশ

নেই কোন গুলির আঘাত, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু উত্তরপ্রদেশের লখিমপুরের ৪ কৃষকের, দাবি ময়নাতদন্তের রিপোর্টে

উত্তরপ্রদেশের লখিমপুরে মৃত চার কৃষকের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে। ধাক্কাধাক্কিতে চোটের ফলে অতিরিক্ত রক্তপাতের কারণেই তাঁদের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। শরীরে গুলির আঘাতের কোনও চিহ্ন নেই বলেও উল্লেখ করা হয়েছে সেই রিপোর্টে। রবিবার উত্তরপ্রদেশের লখিমপুর এলাকা রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। মোট আট জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে চারজন কৃষক রয়েছে। গাড়ি চালিয়ে চারজন কৃষককে মেরে ফেলার অভিযোগ ওঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আকাশ মিশ্রের বিরুদ্ধে। কিন্তু গোটা বিষয়টি অস্বীকার করেন অজয়। তঁার পাল্টা দাবি, দুর্ঘটনায় মৃত আট জনের মধ্যে রয়েছেন তাঁর গাড়ির চালক এবং তিনজন বিজেপি কর্মী।  তিনি বলেন, ‘‌আমার চালক গাড়ি চালাচ্ছিলেন। দুষ্কৃতীরা পাথর ছুড়লে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুই কৃষক গাড়ির নীচে চাপা পড়েন। এরপর তিন বিজেপি কর্মী এবং চালককে পিটিয়ে মারা হয় এবং গাড়িতে আগুন লাগানো হয়।’‌ মৃত ওই চার কৃষকের নাম নক্ষত্র সিং, দলজিৎ সিং, লভপ্রীৎ সিং ও গুরবিন্দ্র সিং।