ডিএমকে বুধবারই তাঁদের লোকসভার প্রার্থী তালিকা ঘোষণা করেছে। মোট ২১ জন প্রার্থীর তালিকা ঘোষণা করল ডিএমকে। এর পাশাপাশি তাঁরা ঘোষণা করল তামিলনাড়ুতে ক্যা হবে না। এদিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলেন, যে নির্বাচনী ম্যানিফেস্টো তাঁরা বের করেছেন তা সাধারণ মানুষের ম্যানিফেস্টো। ২০১৪ সালে যখন বিজেপি ক্ষমতায় আসে তারপর থেকেই তাঁরা ভারতবর্ষকে ধ্বংস করেছে। তাঁদের কোনও প্রতিশ্রুতিই তাঁরা পালন করেননি। ইন্ডিয়া জোট তৈরি করা হয়েছে, ২০২৪ সালে নতুন সরকার গঠিত হবে। তামিলনাড়ুর বিভিন্ন প্রান্তে সকলের জন্য নানা উন্নতির প্রকল্প রয়েছে এই ম্যানিফেস্টোতে। ডিএমকের পক্ষ থেকে আরও বলা হয়েছে ক্যা এবং ইউনিফর্ম সিভিল কোড তাঁরা লাগু হতে দেবেন না। ডিএমকে-র এবার ২১ জন প্রার্থীর মধ্যে ১২ জন নতুন প্রার্থী রয়েছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ৩৯ টি আসনের মধ্যে ৩৮ টি আসন ডিএমকে-র জোট জিতেছিল। এবারের লোকসভা নির্বাচন সাত দফায় হবে।