কলকাতা

‘কাজ কোন ভাবেই ফেলে রাখা যাবে না, অভিযোগের ৭ দিনের মধ্যেই ব্যবস্থা’, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

পুজোর পরেই রাজ্যে পঞ্চায়েত ভোট হওয়ার সম্ভাবনা। আর গ্রাম বাংলা দখলের ভোট যুদ্ধের আগে বকেয়া কাজ দ্রুত গতিতে শেষ করার জন্য নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে উপস্থিত রাজ্য প্রশাসনিক আধিকারিক ও বিভিন্ন দফতরের সচিবদের তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘উন্নয়নমূলক প্রকল্পের কাজে কোনওরকম ঢিলেমি বরদাস্ত করা হবে না। কোনও অভিযোগ এলে তা ফেলে রাখা যাবে না। সাতদিনের মধ্যে ব্যবস্থা নিতে হবে।’ এদিনের বৈঠকে বিভিন্ন পুরসভার নিয়োগ নিয়েও বৈঠকে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর বৈঠকে ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘রাজ্য কোষাগারের অবস্থা ততটা ভাল নয়। অথচ বিভিন্ন পুরসভা অর্থ দফতরের অনুমোদন না নিয়েই বিভিন্ন পদে নিয়োগ করে যাচ্ছে। ওই নিয়োগ অবিলম্বে বন্ধ করতে হবে। নতুন কোনও নিয়োগ করা যাবে না।’ অকারণে খরচ না বাড়িয়ে রাজস্ব বাড়ানোর দিকে বাড়তি নজর দেওয়ার নির্দেশও দিয়েছেন। বার বার নির্দেশ দেওয়া সত্বেও বালিখাদগুলিতে রাজস্ব ফাঁকি চলছে বলে উল্লেখ করে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। পুলিশ ও প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর উপরেও জোর দিতে বলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সামনেই দুর্গাপুজো। আর ওই পুজো উপলক্ষে যাতে কোনও অশান্তির ঘটনা না ঘটে তার দিকে বাড়তি নজর রাখার জন্য পুলিশ সুপার ও জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।