নির্বাচন এগিয়ে আসছে। ঠিক তার আগেই সাংসদ-বিধায়কদের কড়া বার্তা দেশের সর্বোচ্চ আদালতের। সুপ্রিম কোর্ট সোমবার জানিয়ে দিল, ভোটের বদলে নোট মামলায়, বিধায়ক সাংসদদের রক্ষাকবচ নয়। অর্থাৎ কোনও বিধায়ক বা সাংসদের বিরুদ্ধে ঘুষের অভিযোগ উঠলে, রক্ষাকবচ ছাড়া, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ায় কোনও বাধা থাকবে না। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বের সাত বিচারপতির বেঞ্চ সোমবার ১৯৯৮ সালের দেওয়া নির্দেশ খারিজ করে দিয়েছে। ১৯৯৮ সালে নির্দেশে, অর্থের বিনিময়ে কোনও বিধায়ক বা সাংসদের, বিধানসভায় বা সংসদে বক্তৃতা কিম্বা ভোট দেওয়ার অভিযোগের বিরুদ্ধে আইনপ্রণেতাদের রক্ষাকবচ দেওয়া হয়েছিল। অর্থাৎ তাঁদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তাঁরা রক্ষাকবচ পাবেন, বিচার প্রক্রিয়া শুরু হবে না। ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই নির্দেশ দিয়েছিল। নির্দিষ্ট কারণ দেখিয়ে, সেই রায় এদিন খারিজ করল দেশের শীর্ষ আদালত।