দেশ

‘করোনা ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক নয়, কারুর ইচ্ছের বিরুদ্ধে জোর করে টিকা নয়’, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

নয়াদিল্লিঃ কোভিড টিকা গ্রহণ বাধ্যতামূলক নয় ৷ কোনও ব্যক্তির বিনা সম্মতিতে তাঁকে জোর করে টিকা দেওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়নি ৷ সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে একথা জানাল কেন্দ্রীয় সরকার ৷ স্বেচ্ছাসেবী সংস্থা ইভারা ফাউন্ডেশনের দায়ের করা একটি জনস্বার্থ মামলায় বিশেষ ভাবে সক্ষমদের ঝুঁকির প্রবণতার কথা তুলে ধরা হয়েছিল ৷ সেই মামলার শুনানিতে কেন্দ্র হলফনামা দিয়ে জানায়, “সরকার কোনও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর জারি করেনি, যেখানে বলা হয়েছে যে বিশেষ ভাবে সক্ষমদের কোনও প্রয়োজনে তাঁদের কোভিড শংসাপত্র অবশ্যই দেখাতে হবে ৷” যদিও সেখানে আরও বলা হয়েছে, বিশেষ ভাবে সক্ষম-সহ অন্যান্য যোগ্য ব্যক্তিদের টিকাকরণ ( সুনিশ্চিত করতে ‘নিয়ার টু হোম ভ্যাকসিন সেন্টার’ ও ‘হর ঘর দস্তক অভিযান’ ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ কোভিড টিকা নেওয়া বাধ্যতামূলক না করলেও কেন্দ্রের তরফে বলা হয়েছে, “বর্তমান অতিমারি পরিস্থিতিতে কোভিড টিকাকরণ বৃহত্তর ব্যক্তিস্বার্থের বিষয় ৷ বিভিন্ন গণমাধ্যম ব্যবস্থায় বিজ্ঞাপন দিয়ে, পরামর্শ দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে, সব নাগরিকদের টিকা দিয়ে নেওয়া উচিত ৷”