দেশে ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। সবচেয়ে বেশি সংক্রমণ ছড়াচ্ছে মহারাষ্ট্রে। রাজধানী দিল্লিও পিছিয়ে নেই। সংক্রমণ দিনদিন বাড়ছে। এই পরিস্থিতে ফের লকডাউনের গুঞ্জন শুরু হয়েছিল। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার জানিয়ে দিলেন, নতুন করে লকডাউন এখনই আর হচ্ছে না দিল্লিতে। শুক্রবার শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষে কেজরিওয়াল বলেন, ‘গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। অনেকেই এখন হোম আইসোলেশনে আছেন। এই মুহূর্তে নতুন করে কড়া লকডাউনের রাস্তায় যাওয়া হচ্ছে না। প্রয়োজনে আধিকারিকদের সঙ্গে আলোচনা সেরে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে।’


