দেশ

খারিজ জনস্বার্থ মামলা, অগ্নিপথ প্রকল্পের পক্ষেই মত দিল দিল্লি হাইকোর্ট

অগ্নিপথ প্রকল্পের বিষয়ে বড় স্বস্তি পেল কেন্দ্র। প্রকল্পের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে করা একটি জনস্বার্থ মামলা খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। আজ, সোমবার আদালত জানিয়েছে, অগ্নিপথ প্রকল্পের সাংবিধানিক বৈধতা নিয়ে কোনও সন্দেহ নেই। জাতীয় স্বার্থে চালু কেন্দ্রের এই প্রকল্পে আদালতের হস্তক্ষেপের কোনও কারণ দেখছে না বলেও জানিয়েছে দিল্লি হাইকোর্ট। সেনাবাহিনী যাতে আরও সক্ষম হয় সেই কারণেই কেন্দ্র এই প্রকল্প এনেছে বলে মন্তব্য করেছে আদালত। গত বছর জুন মাসে এই প্রকল্প নিয়ে আসে কেন্দ্র। সেনাবাহিনীতে স্বল্প মেয়াদি নিয়োগের এই বিশেষ প্রকল্প নিয়ে সেই সময় উত্তাল হয় গোটা দেশ। এখনও সেনাবাহিনীতে চাকরিপ্রার্থীদের একটা বড় অংশের মধ্যে এই প্রকল্প নিয়ে অসন্তোষ রয়েছে। এমনকী, সেনাবাহিনীতে চাকরিপ্রার্থীদের প্রশিক্ষকরাও এই প্রকল্প নিয়ে সন্দীহান। তবে কেন্দ্রের বক্তব্য, ভারতীয় সেনাবাহিনীকে আরও দৃঢ়, শক্তিশালী ও সক্ষম করতেই এই প্রকল্প নিয়ে আসা হয়েছে। প্রকল্পের অধীনে কর্মরত জওয়ানদের ২৫% মেয়াদ শেষ হওয়ার পর পাকাপাকিভাবে সেনাবাহিনীতে ঠাঁই পাবেন অগ্নিপথের মাধ্যমে। যারা স্থায়ী জায়গা পাবেন না, তাঁদের জন্যও বিশেষ ব্যবস্থার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। কিন্তু তবুও তা নিয়ে সন্তুষ্ট নয় বেশিরভাগ চাকরিপ্রার্থী।