ডাক্তারদের পর এবার সতর্কবাণী নার্সদের! রোগী এবং তাঁর পরিবারের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে। আজ বৃহস্পতিবার এমনটাই নির্দেশিকা জারি করে রাজ্যের নার্সিং কর্মীদের সতর্ক করল স্বাস্থ্যভবন। ভাল ব্যবহার না করলে, রোগীদের যত্নে খামতি হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে রাজ্য। ওই নির্দেশিকায় জানানো হয়েছে যে, অনেক ক্ষেত্রে চোখে পড়েছে রোগীদের সেবার সময় নার্সেরা ঠিক মতো আচরণ করছেন না। তাঁদের আচরণে সহানুভূতিও চোখে পড়ছে না। রোগী বা তাঁর পরিবারের এমনটা প্রাপ্য নয়। সে কারণে নির্দেশিকায় বলা হয়েছে, নার্স এবং নার্সিং প্রশিক্ষকদের যত্ন নিয়ে রোগীর দেখভাল করতে হবে। তাঁদের গোপনীয়তা বজায় রাখতে হবে। রোগীদের আবেগের বিষয়টিও মানবিকতার সঙ্গে দেখতে হবে। এই বিষয়ে নার্সিং প্রশাসনকেও সজাগ থাকার কথা বলা হয়েছে নির্দেশিকায়। পাশাপাশি এই বিষয়ে অভিযোগ পেলে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়েছে স্বাস্থ্যভবন।