১ লক্ষ ছাড়াল ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ৯৭০ জনের শরীরে মিলল কোভিড-১৯ ভাইরাস। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১৩৪ জন রোগীর। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ১ হাজার ১৩৯। মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ১৬৩ জনের। ইতিমধ্যে ৩৯ হাজার ১৭৩ জন সুস্থ হয়ে যাওয়ায় বাড়ি ফিরে গিয়েছেন। আজ স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এই তথ্য পাওয়া গিয়েছে।