কলকাতা

 বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কমছে মেট্রোর সংখ্যা

কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ রুটে দৈনিক ২৮৮টি মেট্রো চলাচল করে। কিন্তু বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ শুক্রবার (৫ মে, ২০২৩) ওই রুটে চলবে ২৩৪টি মেট্রো বলে মেট্রো রেলের তরফ থেকে জানানো হয়েছে। মিলবে ১১৭টি আপ ও ১১৭টি ডাউন মেট্রো পরিষেবা৷ শুক্রবার বুদ্ধ পূর্ণিমা থাকায় সরকারি ছুটির দিন। শুক্রবার কলকাতা মেট্রোর বহু ট্রেন বাতিল করা হয়েছে। অল্প কিছু ট্রেন চলবে। অন্যদিকে, আগামী ১ মাস মেট্রো পরিষেবায় বদল। চলতি সপ্তাহের শনিবার থেকে শনি এবং রবিবার মেট্রো পরিষেবায় বেশ কিছু পরিবর্তন হবে। ১১ জুন পর্যন্ত প্রতি শনিবার ও রবিবার এই নয়া সূচি অনুযায়ী পরিষেবা পাবেন যাত্রীরা। মূলত কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমারের অর্থাৎ টালিগঞ্জের মধ্যে ট্র্যাক মেইটেন্যান্স কাজের জন্য মেট্রোর সময়সূচিতে কিছু পরিবর্তন আনা হচ্ছে।