সরানো হল জয়নগর থানার ওসি রাকেশ চট্টোপাধ্যায়কে। সূত্রের খবর, তাঁকে পাঠানো হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে। তাঁর জায়গায় নতুন ওসি হিসাবে দায়িত্ব পাচ্ছেন বারুইপুর থানার পার্থসারথি পাল। জয়নগর তৃণমূল নেতা সইফুদ্দিনের উপর হামলার আশঙ্কার খবর আগেই ছিল জেলা পুলিশের কাছে। এই বিষয়ে রাজ্য পুলিসের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে জয়নগর থানাকে সতর্কও করা হয়। মাসখানেক আগেই সতর্ক করা হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তারপরেও সতর্ক না হওয়াতেই কি তড়িঘড়ি জয়নগর থানার আইসি রাকেশ চট্টোপাধ্যায়কে বদলি করা হল? উঠেছে প্রশ্ন! অন্যদিকে টিটাগড় থানা এলাকায় একের পর এক খুনে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। তৃণমূল কাউন্সিলরকে ধমক দিতে দেখা গিয়েছিল আইসিকে। সেই আইসি সমিত মণ্ডলকে বদলি হলেন। তাঁকে বীরভূমে মিসিং পার্সন স্কোয়াডে পাঠিয়ে দিল নবান্ন। তাঁর জায়গায় টিটাগড় থানার আইসি হলেন তাপস কুমার নস্কর।
