জেলা

ঠাকুরপুকুরে পরিচারিকার রহস্যমৃত্যু, বাড়ির শৌচাগার থেকে উদ্ধার দেহ

দক্ষিণ ২৪ পরগনার ঠাকুরপুকুরে বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হল পরিচারিকার দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম পিঙ্কি ভট্টাচার্য বয়স আনুমানিক ৩৩ বছর। ৮৬৬ নম্বর ডায়মন্ড হারবার রোড গভর্নমেন্ট কলোনির ঘটনা বলে জানা গিয়েছে। যে বাড়িতে পরিচারিকার কাজ করতেন সেই বাড়ির শৌচাগারের ভিতর থেকে এই দেহ উদ্ধার করে ঠাকুরপুকুর থানার পুলিশ। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। দেহ উদ্ধারের এই ঘটনায় সেই বাড়ির কর্তা গোপাল দাসকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্তে ঠাকুরপুকুর থানার পুলিশ ফ্ল্যাটের অন্যান্য আবাসিকদেরও জিজ্ঞাসাবাদ করছে।