ওড়িশায় প্রথমবারের মতো বিজেপি সরকার গঠিত হয়েছে। 52 বছর বয়সী মোহন চরণ মাঝি বুধবার রাজ্যের 15 তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তাঁর সাথে, দুই ডেপুটি সিএম কনক বর্ধন সিংদেব (67) এবং প্রভাবতী পারিদা (57)ও শপথ নিয়েছেন। মাঝি মন্ত্রিসভায় ১৩ মন্ত্রীও শপথ নিয়েছেন। এর মধ্যে রয়েছে সুরেশ পূজারি, রবিনারায়ণ নায়েক, নিত্যানন্দ গন্ড, কৃষ্ণ চন্দ্র পাত্র, পৃথ্বীরাজ হরিচন্দন, মুকেশ মহালিঙ্গ, বিভূতি ভূষণ জেনা, কৃষ্ণ চন্দ্র মহাপাত্র, গণেশ রাম সিং খুন্তিয়া, সূর্যবংশী সুরজ, প্রদীপ বলসামন্ত, গোকুলা নন্দ মল্লিক এবং সম্পাদ কুমার সোয়াইন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নীতিন গড়করি, জেপি নাড্ডা, অমিত শাহ, উত্তরপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, আসাম, হরিয়ানা, গোয়া ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি মন্ত্রিসভার জন্য ১৩ মন্ত্রী শপথ নিলেন…
সুরেশ পূজারি
রবিনারায়ণ নায়েক
নিত্যানন্দ গন্ড
গণেশ রাম সিং খুন্তিয়া
সূর্যবংশী সূর্য
কৃষ্ণ চন্দ্র পাত্র
প্রদীপ বলসামন্ত
গোকুল নন্দ মালিক
সম্পদ কুমার সোয়াইন
পৃথ্বীরাজ হরিচন্দন
মুকেশ মহালিং
বিভূতি ভূষণ জেনা
কৃষ্ণ চন্দ্র মহাপাত্র