ক্রাইম দেশ

ওডিশার বেহেরামপুরে লজে ডেকে প্রেমিকাকে খুন করে গ্রেপ্তার যুবক

লজে ডেকেছিলেন প্রেমিকাকে। সেখানেই ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে খুন করেন এক যুবক। নিজের প্রেমিকাকে পর পর ২০টি কোপ মারেন তিনি। পরে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন অভিযুক্ত। ওডিশার বেহেরামপুর শহরের ঘটনা। বুধবার, সেখানকার পুলিশ জানিয়েছে, প্রিয়া কুমারী মোহারানা নামের ওই যুবতীকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁর প্রেমিক অভয় কুমার মোহারানাকে। তিনি বেহেরামপুরের লাঞ্জিপল্লি এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, ওই যুবক তাঁর প্রেমিকাকে একটি লজে আসতে বলেন। সেখানেই তিনি তাঁকে হত্যা করেন।