উঠে গেল ট্যাঙ্কার মালিক সংগঠনের ধর্মঘট। ইন্ডিয়ান অয়েলের তরফে লিখিত আশ্বাস পাওয়ার পরই এই ধর্মঘট উঠল ৷ তবে কলকাতা শহরের যেসব পেট্রল পাম্পের পেট্রল ও ডিজেল একেবারে তলানিতে এসে ঠেকেছে, তাদের সমস্যা এখনই কাটছে না। শনিবার সকালে শহরের পাম্পগুলিতে পেট্রল ও ডিজেলের অভাব চোখে পড়েছে । গ্রাহকদের ফিরিয়ে দিতে হয়। বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে পাম্প মালিকদের। তাই ক্ষতিপূরণের দাবি নিয়ে ইন্ডিয়ান অয়েলের দ্বারস্থ হতে পারেন পাম্প মালিকরা। পাম্প মালিকদের পক্ষে ইন্ডিয়ান অয়েল ফোরামের সভাপতি জন মুখোপাধ্যায় বলেন, “তিন দিনের এই ধর্মঘটের জন্য আমরা ব্যাপক আর্থিক ক্ষতির মধ্যে পড়েছি। যদিও বিকেল থেকেই তেল পাঠানো হবে বলে খবর পেয়েছি। তবে আমাদের রিজার্ভারগুলি একেবারে ফাঁকা হয়ে গিয়েছে। তাই যতক্ষণ না নতুন ট্যাঙ্কার আজ আসছে, তার মধ্যে প্রচুর গ্রাহককে আমাদের ফিরিয়ে দিতে হচ্ছে। এর ফলে যেমন সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে, তেমনি আমাদের লক্ষ লক্ষ টাকার লোকসান হয়ে যাচ্ছে ।”