জেলা

রায়গঞ্জের পুজো কার্নিভালে বিপত্তি, বলদের গুঁতোয় মৃত ১

 শহরে দুর্গাপুজোর কার্নিভালে বলদের গুঁতোয় মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সাধন কর্মকার (৬২)। তাঁর বাড়ি বন্দর এলাকায়। ভারত সেবক সমাজ ক্লাবের দুর্গোৎসব কমিটির সভাপতি পদে ছিলেন সাধনবাবু। তাঁর মৃত্যুতে শোকের ছায়া শহরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জের সেবকপল্লি এলাকার অনুশীলনী ক্লাবের শোভাযাত্রায় বলদগুলি নিয়ে আসা হয়েছিল। ফলে ওই ক্লাবের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিন ময়নাতদন্তের পর পরিবারের হাতে সাধনবাবুর দেহ তুলে দেওয়া হয়। দুপুর দুটো নাগাদ আত্মীয়-স্বজনরা তাঁর দেহ নিয়ে ভারত সেবক সমাজ ক্লাবের সামনে রাস্তায় বসে পড়েন। তাঁদের অভিযোগ, কার্নিভালে বলদ নিয়ে আসা অনুশীলনী ক্লাবের কর্মকর্তাদের অদূরদর্শিতার জন্যই এমনটা ঘটেছে। তাঁদের গ্রেপ্তারের দাবি জানানো হয় মৃতের পরিবারের তরফে। অবরোধের খবর পেয়ে কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। পুলিশের তরফে মৃতের পরিবারকে থানায় এফআইআর করতে বলা হয়। এরপরই তারা অবরোধ তুলে নেয়।