খেলা

ব্যাডমিন্টনের ওমেনস সিঙ্গলসে ব্রোঞ্জ জয় পিভি সিন্ধুর, অভিনন্দন জানিয়ে টুইট রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

অলিম্পিক্সে রুপোর পদক জিতলেও টোকিওয় ফাইনালে উঠতে পারেননি পিভি সিন্ধু। ফলে এবার ব্যাডমিন্টনের ওমেনস সিঙ্গলসে সোনা বা রুপো জয়ের সম্ভাবনা আগেই শেষ হয়ে যায় পুসারলার। যদিও ব্রোঞ্জ জয়ের সুযোগটাকে কাজে লাগাতে মরিয়া ছিলেন ভারতীয় তারকা। ব্রোঞ্জ মেডেল ম্যাচে ৫৩ মিনিটের লড়াইয়ে তিনি ২১-১৩, ২১-১৫ স্ট্রেট গেমে পরাজিত করেন বিংজিয়াওকে এবং ব্রোঞ্জ পদক গলায় ঝোলান।  পিভি সিন্ধুর হাত ধরে ভারত অলিম্পিকে ব্রোঞ্জ জিততেই টুইটারে শুভেচ্ছা বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ছাড়়াও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজুও টুইট করেছেন। প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, ‘পিভি সিন্ধুর এই অপূর্ব খেলা দেখে আমরা গর্বিত। টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের জন্য তাঁকে অনেক শ‌ুভেচ্ছা। সিন্ধু ভারতের গর্ব এবং আমাদের অন্যতম শ্রেষ্ঠ অলিম্পিয়ান।’ সিন্ধুর প্রশংসা করলেন রামনাথ কোবিন্দও। তিনি টুইটার বার্তায় লিখলেন, ‘পর পর দু’টি অলিম্পিক গেমসে পদক জেতা প্রথম ভারতীয় মহিলা সিন্ধু। ধারাবাহিকতা, নিষ্ঠা এবং শ্রেষ্ঠত্বের নতুন মাপকাঠি স্থাপন করলেন তিনি। ভারতকে গর্বিত করার জন্য তাঁকে আন্তরিক অভিনন্দন।’ টুইট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, ‘টোকিয়ো অলিম্পিকে আপনার ব্রোঞ্জ জয়ে আমরা গর্বিত।আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা সকলের জন্য অনুপ্রেরণা। আপনাকে আমার আন্তরিক অভিনন্দন।’