আগামী ৬ ফেব্রুয়ারিতে দেশব্যাপী আন্দোলন হবে বলে বার্তা দেন আন্দোলনরত কৃষকেরা। ওই দিন রাত ১২ টা থেকে দুপুর তিনটার মধ্যে রাস্তা অবরোধ জানায় কৃষক সংগঠন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা, বলবীর সিং রাজেওয়াল। আন্দোলন চলাকালীন স্বরাজ ভারতের প্রধান যোগেন্দ্র যাদব বলেন, জাতীয় ও রাজ্য মহাসড়ক অবরুদ্ধ থাকবে। সোমবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কেন্দ্রীয় বাজেট ২০২১-২২-এরও সমালোচনা করেছেন যোগেন্দ্র যাদব। সোমবার দিল্লির সীমান্তে কৃষকদের বিক্ষোভের স্থানগুলি পুলিশের কড়া প্রহরায় দুর্গে পরিণত হয়ে যায়, ব্যারিকেড আরও জোরদার হয়ে পড়ে। পুলিশের নজরদারিতে কৃষকেরা সিংঘু সীমান্তের মূল সড়কের একটি প্রান্তে দুই সারি সিমেন্টের বাধার মধ্যে লোহার রডগুলি নিক্ষেপ করতে দেখা যায়, যার ফলে আন্দোলনস্থলে নিরাপত্তা অনেক বেশি বেড়ে যায়।


