স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মদিন উপলক্ষে হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত হল রক্তদান উৎসব। এই উৎসবের অংশ হিসেবে একদিকে যেমন ছিল রক্তদান শিবির, পাশাপাশি ছিল প্রতিবন্ধীদের সহযোগী যান এবং দুস্থ মানুষদের কম্বল বিতরণের কর্মসূচি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী বেচারাম মান্না, হুগলী জেলা তৃনমূল সভাপতি অরিন্দম গুইন,জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি, অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক, বিশিষ্ট সাংবাদিক প্রবীর ঘোষাল সহ বিভিন্ন পৌরসভার চেয়ারম্যান ,ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর সহ পঞ্চায়েতের পদাধিকারীরা। তৃণমূল যুব কংগ্রেসের হুগলি জেলা সভাপতি শুভদীপ মুখার্জি এদিন বলেন, ‘ছাত্র যুব এবং দলের সমস্ত স্তরের কর্মী ও সাধারণ মানুষ যেভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসেবার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমরা সারা বছর বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দলকে মানুষের আরও কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।’