লোকসভার বাদল অধিবেশনের প্রথম দিনেই ১৭ জন সাংসদের শরীরে মিলল করোনাভাইরাস। সেই তালিকায় রয়েছেন বিজেপি সাংসদ মীনাক্ষি লেখি, অনন্ত কুমার হেগড়ে ও প্রবেশ সাহিব সিং-ও। করোনাভাইরাসের কারণে এতদিন পিছিয়ে দিয়ে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। ভাইরাসের প্রকোপ ঠেকাতে একাধিক ব্যবস্থাও নেওয়া হয়। লোকসভায় এ দিন উপস্থিত ছিলেন প্রায় ২০০ জন সাংসদ এবং দর্শকের গ্যালারিতে বসেছিলেন প্রায় ৩০ জন। অধিবেশন চলাকালীন একে-অপরের থেকে দূরত্ব বজায় রাখতে, সাংসদদের বেঞ্চে প্লাস্টিকের শিল্ডের ব্যবস্থা করা হয়েছিল। যে বেঞ্চে সাধারণত ৬ জন করে বসে থাকেন, সেখানেই ৩ জন করে সাংসদের বসার ব্যবস্থা করা হয়েছে।সংসদ কক্ষে করোনার বাড়বাড়ন্ত রুখতে রবি ও সোমবার প্রত্যেক সাংসদের বাধ্যতামূলক কোভিড ১৯ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। তাতেই প্রথম দিনেই ১৭ জন সাংসদের করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসে। তাঁদের মধ্যে ১২ জন বিজেপির, দু জন ওয়াইএসআর কংগ্রেসের আর শিবসেনা, ডিএমকে এবং আরএলপি-র এক জন করে সাংসদ।