কলকাতা

দুর্গাপুজো উপলক্ষে আগামী ১২ থেকে ১৪ অক্টোবর মাঝরাত পর্যন্ত চলবে মেট্রো, বদলাচ্ছে সময়সূচি

দুর্গাপুজো উপলক্ষে আগামী ১২ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ট্রেনের চলাচলের সময়সূচি বদলাচ্ছে কলকাতা মেট্রো। এই কদিন সকাল দশটা নাগাদ প্রথম মেট্রো দমদম থেকে ছাড়বে। একই ভাবে রাত ১১ টায় দমদম থেকে ছেড়ে যাবে শেষ মেট্রো। করোনাকালে পুজো দেখাতে হাজারও নিষেধাজ্ঞা জারি হলেও মণ্ডপে যে দর্শণার্থীদের অল্প বিস্তর ঢল নামবে তা বলাই বাহুল্য। সরকারি বেসরকারি অফিস ছুটি থাকবে। তাই সাত সকালে মেট্রো না চালিয়ে বেলা ১০টা থেকে শুরু হবে পথচলা। একেবারে রাত ১১টা পর্যন্ত। কেন্দ্রের ও কলকাতা হাইকোর্টে নির্দেশ মেনে মণ্ডপের বাইরে থেকেই দর্শর্ণার্থীদের ফিরতে হবে।