জেলা

কোচবিহারের চ্যাংড়াবান্ধা বাজারে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ১

কোচবিহার থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী। কোচবিহারের নিউ চ্যাংরাবান্ধা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সূত্রের খবর, ধৃতের নাম রোহিত অগ্নিহোত্রী। আগ্নেয়াস্ত্র সহ ওই দুষ্কৃতী কোথায় যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে নিউ চ্যাংরাবান্ধা এলাকায় অভিযান চালায় পুলিশ। তখনই, আগ্নেয়াস্ত্র সমেত ওই দুস্কৃতীকে গ্রেপ্তার করে ঘোকসাডাঙা থানার পুলিশ। কোচবিহারের পুলিশ সুপার ডাঃ সন্তোষ নিম্বলকর বলেন, “ওই আগ্নেয়াস্ত্র কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বা কাকে দেওয়া হত সব খতিয়ে দেখা হচ্ছে।”