দেশ

মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে নিয়ন্ত্রণ হারিয়ে শিপ্রা নদীতে পড়ে গেল পুলিশের গাড়ি, মৃত ১, নিখোঁজ ২ পুলিশ কর্মী

মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ভয়াবহ দুর্ঘটনা। শনিবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে শিপ্রা নদীতে পড়ে যায় পুলিশের একটি গাড়ি। সে সময়ে গাড়িতে ছিলেন তিন পুলিশ কর্মী। নদীতে তলিয়ে যান প্রত্যেকেই। ১২ ঘণ্টা ধরে তল্লাশি অভিযানের পর রবিবার সকালে উনহেল থানার ইনচার্জ অশোক শর্মার মৃতদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। এখনও নিখোঁজ আরও দুই পুলিশ কর্মী। তাঁদের খোঁজে চলছে তল্লাশি। জানা গিয়েছে, ইনচার্জ অশোক শর্মার নেতৃত্বে উনহেল থানার সাব-ইন্সপেক্টর মদনলাল এবং একজন মহিলা কনস্টেবল আরতি পাল একটি মামলার তদন্তে বেরিয়েছিলেন। উজ্জয়িনীতে তদন্তের কাজ শেষে উনহেলে ফেরার পথেই ঘটে দুর্ঘটনাটি। শনিবার রাত থেকে তাদের ফোন বন্ধ ছিল। তিনজনেরই শেষ মোবাইল লোকেশনে শিপ্রা সেতু দেখায়। এর পরেই উদ্বিগ্ন সহকর্মী ও জেলা প্রশাসন তাঁদের অনুসন্ধান শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রামঘাটের কাছে সেতুর রেলিং ছাড়া অংশ দিয়ে একটি সাদা ক্রেটা গাড়িকে জলে পড়ে যেতে তারা দেখেছিলেন। স্রোতের তীব্র টান থাকায় কোনও আরোহীকে সাহায্য করা সম্ভব হয়নি। গাড়িটি জলে পড়তেই ডুবে যায়। এর পরেই নদীতে তল্লাশি অভিযান শুরু হয়। উজ্জয়িনীর এসপি প্রদীপ শর্মা জানিয়েছেন, এনডিআরএফ, পুলিশ, হোমগার্ড এবং স্থানীয় ডুবুরিরা নিখোঁজ পুলিশ কর্মীদের সন্ধান করছে। তবে গাড়িটিরও এখনও কোনও খোঁজ মেলেনি। কী ভাবে ঘটল এই দুর্ঘটনা তাও খতিয়ে দেখা হচ্ছে।