জেলা

পশ্চিমবঙ্গে একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বেড়ে হল ৩৯২

পশ্চিমবঙ্গে এক শৃঙ্গ গন্ডারের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৯২। চলতি মাসের ৫ ও ৬ তারিখে উত্তরবঙ্গের জলদাপাড়া ও গরুমারা জাতীয় উদ্যান,এবং জলদাপারা সংরক্ষিত অরণ্যে বন দপ্তর এক শৃঙ্গ গন্ডার সুমারি চালায়। গরুমারা জাতীয় উদ্যানে ৬১টি গন্ডারের উপস্থিতি ধরা পড়ে এবং জলদাপাড়া জাতীয় উদ্যানে মেলে ৩৩১ টি। এর আগে, ২০২২ সালে এক শৃঙ্গ গন্ডারের সংখ্যা ছিল ৩৪৭ টি। এই সংখ্যাবৃদ্ধি ইতিবাচক বলে জানিয়েছেন রাজ্যের চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন দেবল রায়। এর আগে ২০১৩ সালের গণ্ডারসুমারিতে এই সংখ্যা ছিল ২২৯। বন দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় এই গন্ডার সুমারিতে ৬৩১ জন বন কর্মী, ৮৫ জন প্রশিক্ষিত হাতি এবং ১৫ টি স্বেচ্ছাসেবী সংস্থা ও বিভিন্ন গোষ্ঠী অংশগ্রহণ করে। মোট ৩৯৬ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই গণনা করা হয়। উল্লেখ্য, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এর রেড লিস্ট – এ এক শৃঙ্গ গণ্ডারকে দুর্বল প্রজাতির তালিকায় রাখা হয়েছে। রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বন দল, স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনকে এই সাফল্যের জন্য দায়ী করেছেন। হাঁসদা বন্যপ্রাণী সংরক্ষণের প্রতি সরকারের প্রতিশ্রুতির উপর জোর দিয়ে বনভূমির বৃদ্ধি, উন্নত পশুপাখির সুযোগ-সুবিধা এবং এর ফলে গন্ডার, হাতি এবং বাঘের সংখ্যা বৃদ্ধির কথা তুলে ধরেন।