পাইপলাইনের কাজ চলছিল। আচমকা ধসে চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃতের নাম ছলমন মল্লিক (২২)। পার্ক সার্কাসের সুরাবর্দী অ্যাভিনিউয়ের ঘটনা। ইতিমধ্যেই বিষয়টির তদন্ত শুরু করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বুধবার রাত ৯টা নাগাদ সুরাবর্দী অ্যাভিনিউয়ে পাইপলাইনের কাজ চলছিল। সেখানে ড্রেনেজ লাইনের কাজ করছিলেন ছলমন। কাজ চলাকালীন আচমকাই সেখানে ধস নামে। মাটির তলায় চাপা পড়েন ছলমন। জেসিবি নিয়ে এসে মাটি খুঁড়ে তাঁকে উদ্ধার করা হয়। খবর দেওয়া বেনিয়াপুকুর থানায়। ঘটনাস্থলে উপস্থিত কয়েক জন তাঁকে সঙ্গে সঙ্গে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আপাতত ওই এলাকায় পাইপলাইনের কাজ বন্ধ রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, ছলমনের বাড়ি ঊত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে।