জেলা

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও ১

নদিয়ার তৃণমূল নেতা মতিরুল ইসলাম খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার মুর্শিদাবাদের নওদার সোনাটিকুরি গ্রাম থেকে মনিরুল শেখ নামে একজনকে গ্রেফতার করে নওদা থানার পুলিশ। বৃহস্পতিবার মনিরুলকে বহরমপুর আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, এই মনিরুলের বাড়িতে খুনিরা আশ্রয় নিয়েছিল এবং সে ওই খুনের ঘটনায় জড়িতও আছে। গতকাল তার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ একটি অটোমেটিক পিস্তল এবং একটি মোটরবাইক উদ্ধার করেছে। এর আগে আরও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। এদিকে নিহত তৃনমুল নেতা মতিরুলের একটি সোনার আংটি উদ্ধার করেছে পুলিশ। এখনও পর্যন্ত ওই খুনের ঘটনায় মোট সাতজন গ্রেফতার হয়েছে। তবে যার বিরুদ্ধে মূল অভিযোগ নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা সাহা ভৌমিককে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি। অথচ ঘটনার সাতদিন পরেই একইমঞ্চে রাজ্য মহিলা তৃণমূলের সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে তাঁকে দেখা যায়। এমনকী উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ মালা রায়ও। যা নিয়ে ইতিমধ্যে দলের অন্দরে বিতর্ক শুরু রয়েছে।