জেলা গোঘাটে তৃণমূল কর্মী খুনের মামলায় একজনের ফাঁসি, বাকি ১৮ জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা আদালতে Posted on June 24, 2025June 24, 2025 Author বঙ্গনিউজ Comments Off on গোঘাটে তৃণমূল কর্মী খুনের মামলায় একজনের ফাঁসি, বাকি ১৮ জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা আদালতে ২০১১ সালে গোঘাটে এক তৃণমূল কর্মীকে খুনের দায়ে ১৯ জনকে দোষী সাব্যস্ত করল আরামবাগ মহকুমা আদালত। একজনের ফাঁসি। সোমবার দোষীদের হেফাজতে নিয়েছে আদালত।