জেলা

পুলিশ সুপারের নামে ভুয়ো সোশ্যাল মিডিয়া প্রোফাইল খুলে প্রতারণা, ধৃত যুবক

দিন দিন পাল্লা দিয়ে বাড়ছে সাইবার ক্রাইমের সংখ্যা। এবার পুরুলিয়ার পুলিশ সুপারের নামে সোশ্যাল মিডিয়ায় ফেক প্রোফাইল খুলে আর্থিক প্রতারণার অভিযোগে হাবরা থেকে ধৃত এক যুবক। শনিবার পুরুলিয়া পুলিশের একটি বিশেষ দল হাবরায় আসে এবং স্থানীয় থানার সহযোগিতায় গ্রেফতার করে ওই অভিযুক্ত যুবককে। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রোফাইলের ছড়াছড়ি। অনেক ক্ষেত্রে দেখা যায়, এই প্রোফাইলগুলির আড়াল থেকেই সংগঠিত অপরাধ করে সাইবার প্রতারকরা। কিন্তু, তা বলে পুলিশ সুপারের নামে ফেক প্রোফাইল! অভিযোগ, পুরুলিয়ার বর্তমান পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নামে ফেক সোশ্যাল মিডিয়া প্রোফাইল খুলেছিল হাবরার রাহুল ঘটক ওরফে প্রিতম। তাতে ব্যবহার করা হয় পুলিশ সুপারের উর্দি পরা ছবিও। আর সেই প্রোফাইল ব্যবহার করেই আর্থিক প্রতারণা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।ওই ভুয়ো প্রোফাইলটি কার বা কে কা তৈরি করেছে, তা নিয়ে খোঁজ শুরু করে পুলিশ। আর সেই তদন্তেই উঠে এসেছিল হাবড়ার ওই যুবকের নাম। তাকে জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, হাবরার বাসিন্দা এই যুবক কিছুদিন আগে আইটিআই পাস করে। এরপর একটি বেসরকারি সংস্থায় চাকরি পেয়েছিল সে। তার বাবা দাবি করেছেন, “ছেলে অত্যন্ত ভালো। ও ফেক প্রোফাইল খুলে প্রতারণা করেছে এটা হতেই পারে না।” এদিন অভিযুক্তকে গ্রেফতার করে পুরুলিয়ায় নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য।