অনলাইন গেমের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে নবীন প্রজন্ম। বহু মৃত্যুর ঘটনাও ঘটেছে। সেসব কথা মাথায় রেখে এবার অনলাইন গেমে নিয়ন্ত্রণ আনতে চলেছে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি মন্ত্রক। এজন্য আইন আনার প্রস্তুতি চলছে। সেই আইনের রূপরেখা তৈরির জন্য মন্ত্রক একটি টাস্ক ফোর্সও গঠন করেছে। এবার সেই টাস্ক ফোর্স অনলাইন গেম নিয়ন্ত্রণের জন্য নিয়ন্ত্রক সংস্থা তৈরির প্রস্তাব দিল। যেখানে স্পষ্ট করা হয়েছে, ক্ষতিকারক অনলাইন গেমগুলোকে কীভাবে ২০০২ সালে তৈরি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় আনা যেতে পারে।