বিদেশ

ক্রিমিয়া-রাশিয়া সংযোগকারী সেতুতে ভয়াবহ অগ্নিকাণ্ড

আজ সকালে রাশিয়ায় জ্বালানি ট্যাঙ্ক বিস্ফোরণে ইউরোপের দীর্ঘতম সেতুর একটি অংশ ধসে পড়ে। এই সেতুটি রাশিয়াকে ক্রিমিয়ার দখলকৃত অঞ্চলের সঙ্গে সংযুক্ত করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবিলম্বে ক্রিমিয়ার কের্চ ব্রিজ দুর্ঘটনার তদন্তের কমিশন গড়ার নির্দেশ দিয়েছেন। ক্রেমলিন থেকে কের্চ ব্রিজের মাধ্যমেই দক্ষিণ ইউক্রেনের সঙ্গে যোগাযোগ রাখত রাশিয়া। রিপোর্ট অনুসারে, জানা গিয়েছে একটি বড় বিস্ফোরণের পরে কের্চ ব্রিজের রাস্তার দুটি অংশ ধসে পড়েছে। একই সময় জ্বালানি ট্যাঙ্কে আগুন ধরে যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কের্চ ব্রিজের ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ব্রিজ থেকে আগুনের লেলিহান শিখা জ্বলতে দেখা যাচ্ছে। তীব্র বিষ্ফোরণে সেতুটির ব্যপক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।