মার্কিন মুলুকে সফল হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের অস্ত্রপচার। খুব শীঘ্রই তিনি ফিরে আসছেন কলকাতায়। তবে এই অস্ত্রপচারের দরুণ আপাতত বাড়িতে বসেই কাজ করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ভারতীয় সময়ে বুধবার সন্ধ্যা নাগাদ প্রায় ৭ ঘন্টা ধরে অভিষেকের চোখে অস্ত্রপচার হয়। এদিন চিকিৎসকেরা জানিয়েছেন প্রাথমিক ভাবে তাঁদের অনুমান, সেই অস্ত্রপচার সফল হয়েছে।