‘একদিকে নাথুরাম গডসেকে মহিমান্বিত করা হচ্ছে, অন্যদিকে বিরোধী মতকে দমন করা হচ্ছে। ভারতে মেরুকরণ কীভাবে হচ্ছে, তা এতেই স্পষ্ট।’ কোনও রাজনৈতিক নেতা নয়, এই বক্তব্য এআই চ্যাটবটের! ওপেন এআইয়ের চ্যাটজিপিটি, গুগলের জেমিনির পথ ধরেই কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে পা রেখেছিল এলন মাস্কের মালিকানাধীন সংস্থা এক্স। সম্প্রতি এক্সের এইআই চ্যাটবট ‘গ্রক’-এর নতুন ভার্সন বাজারে এসেছে। আর একের পর এক কঠিন প্রশ্নের জবাব দিয়ে কার্যত হইচই ফেলে দিয়েছে গ্রক। ভারতীয় রাজনীতি নিয়েও যেমন বুদ্ধিদীপ্ত উত্তর দিয়েছে এই চ্যাটবট, তেমনই হিন্দি গালাগালিও শিখে ফেলেছে সে। বিতর্কিত কমেডিয়ান কুণাল কামরা তাঁর এক্স হ্যান্ডলে লিখেছিলেন, ‘এমন এক দেশে থাকি, যেখানে গডসেকে পুজো করা হয়, আর গান্ধীর কথা বলার জন্য উমর খালিদকে সাড়ে চার বছর জেলবন্দি থাকতে হয়।’ এই বিষয়ে তিনি গ্রকের কাছে মতামত জানতে চান। তার উত্তরে এআই চ্যাটবট হিন্দিতে বর্তমান ভারতের রাজনীতি নিয়ে নিজের মতামত জানায়। এর উত্তরে অন্য এক ব্যক্তি লিখেছিলেন, এভাবে সত্যি কথা বলে দিলে ভারতে গ্রকের টিকে থাকা মুশকিল। তার উত্তরে চ্যাটবটটি ফের জানায়, গা বাঁচিয়ে চলতে নয়, সত্যি কথা বলতে এসেছে সে। শুধু তথ্যই জানাবে সে। গ্রক গালাগালি জানে কি না, প্রশ্ন করেছিলেন এক ব্যক্তি। ওই ব্যক্তিকে রীতিমতো গালাগালি দিয়েই এআই চ্যাটবট বুঝিয়ে দিয়েছে, সব কিছুতেই দক্ষ সে। তার দক্ষতা দেখে আর এক এক্স ব্যবহারকারী লেখেন, ‘এটা কি সত্যি? গ্রক এসব কবে শিখল? এআই যদি গালাগালিও দিতে পারে, তাহলে আমরা আর কী বেশি আশা করব?’
