দেশ

Budget 2024 : অন্তঃসারশূন্য, জনতাকে বোকা বানানোর চেষ্টা! অন্তর্বর্তী বাজেট নিয়ে খোঁচা বিরোধীদের

মোদি সরকারের অন্তর্বর্তী বাজেটে ‘অন্তঃসারশূন্য’। জনতাকে বোকা বানানোর বাজেট। লোকসভা ভোটের আগের বাজেটে এ ভাষাতেই কটাক্ষ করলেন বিরোধীরা। তাঁদের অভিযোগ, বাজেটে বেকারত্ব ঘোচানোর কোনও উপায় বলা নেই। এমনকী, মধ্যবিত্তের জন্যও কোনও ছাড় নেই। পুরো বিষয়টিকে অর্থমন্ত্রীর ‘নাটক’ বলে কটাক্ষ করেছেন বিরোধীরা। বাজেটকে খোঁচা মেরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “অন্তঃসারশূন্য বাজেট। কথার জাগলারি, ভাষার সস্তা চটক। সাধারণ মানুষের স্বস্তি নেই, প্রাপ্তিও নেই।” তাঁর অভিযোগ, “বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত। কথা না রাখা ভাঁওতাবাজির বাজেট। শুধু তিনমাসের ব্যয়বরাদ্দ অনুমোদনের কাজ করতে গিয়ে তার বাইরের অবাস্তব নাটকের চিত্রনাট্য অর্থমন্ত্রীর।” তৃণমূলের সুরেই খোঁচা দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর কথায়, “এটা কি চাকরিহীনদের কর্মসংস্থানের বাজেট? নাকি লোকসভা ভোটের বছরে ভুল বুঝিয়ে মানুষের মন জয় করার চেষ্টা?” দলেরই আরেক নেতা শচীন পাইলটের কথায়, “অর্থমন্ত্রীর বাজেট ভাষণ শুনে মনে হচ্ছিল ভোটের প্রচার করছেন।”