বিশেষ ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) বিরুদ্ধে অভিনব প্রতিবাদে সামিল কংগ্রেস-সহ ইন্ডিয়া শিবির ৷ শুক্রবার সকালে সংসদ চত্বরে এসআইআর লেখা পোস্টার ছিঁড়ে তা ডাস্টবিনে ফেলে প্রতীকী প্রতিবাদে সামিল হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ৷ একইভাবে এসআইআর লেখা পোস্টার ছিঁড়ে ফেলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি থেকে শুরু করে সমাজবাদী পার্টির ডিম্পল যাদব এবং অন্য বিরোধী সাংসদরা ৷ তাঁরা কেন্দ্রের মোদি সরকারের নামে ‘শেম শেম’ স্লোগানও দেন ৷ এদিকে এদিনও বিহার বিধানসভায় কালো পোশাকে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-এর বিরুদ্ধে বিক্ষোভ দেখান আরজেডি-সহ বিরোধী দলের বিধায়করা ৷ বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব গতকালই জানিয়েছেন, এসআইআর প্রত্যাহার না করলে ভোট বয়টকের ডাক দিতে পারে বিরোধীরা ৷ এই একটাই বিকল্প পথ অবশিষ্ট রয়েছে বলে মনে করছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদের দল আরজেডি ৷ এই বিষয়ে বিরোধী জোটে থাকা অন্য দলগুলির সঙ্গে আলোচনা চলছে ৷ বিতর্কের সেই রেশ আজও বজায় রয়েছে ৷ এসআইআর-প্রতিবাদের জেরে বাদল অধিবেশনের প্রথম সপ্তাহে শেষ কাজের দিনেও সময়ের অনেক আগেই মুলতুবি হয়ে যায় রাজ্যসভা ৷ দিনের শুরুতে বিরোধীরা এসআইআর প্রক্রিয়া প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে থাকে ৷ পরে ফের অধিবেশন শুরু হলেও বিরোধীরা বিক্ষোভ দেখাতে থাকে ৷ এই অবস্থায় মুলতুবি হয়ে যায় সংসদের উচ্চ-কক্ষ ৷ ফের সোমবার সকাল 11টায় অধিবেশন শুরু হবে ৷ মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশনও ৷ সংসদ চত্বরে কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা এসআইআর লেখা পোস্টার ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেন ৷ ভোটমুখী বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধন (এসআইআর)-এর বিরুদ্ধে এই প্রতীকী প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ চত্বর ৷ ইন্ডিয়া জোটের সদস্যরা ‘গণতন্ত্র বাঁচাও, ভোট-বন্দি বন্ধ করো’ স্লোগান দিতে থাকেন ৷ সংসদে মহাত্মা গান্ধির মূর্তির পাদদেশেও মোদি সরকারের বিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন সাংসদরা ৷


