দেশ

আদানি ইস্যুতে ফের উত্তাল সংসদ!

ফের উত্তপ্ত বাজেট অধিবেশন! সংসদে দ্বিতীয় পর্বের আলোচনা শুরু হয়েছে। আর সেখানেই ফের একবার আদানি ইস্যুতে বিক্ষোভ দেখাচ্ছে বিরোধীরা। একই সঙ্গে সংসদীয় কমিটি অর্থাৎ JPC গঠন করে বিষয়টি তদন্তের দাবিতে সরব বিরোধীরা। যদিও এই বিষয়ে বারবার সরকার এড়িয়ে গিয়েছে। আর এই বিষয়ে আজ শুক্রবার ফের একবার সংসদের বাইরে বিক্ষোভে বিরোধীরা। তাৎপর্যপূর্ণ ভাবে এই বিক্ষোভে সামিল রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খার্গে সহ একাধিক বর্ষীয়ান কংগ্রেস নেতা উপস্থিত রয়েছেন। আর সেখান থেকেই মোদি সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা। যা নিয়ে অস্বস্তিতে বিজেপি। যদিও শুধুমাত্র সংসদের বাইরেই নয়, এই ইস্যুতে সংসদের মধ্যেও সরব হন বিরোধী সাংসদরা। এই অবস্থায় আগামী ২০ মার্চ পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে রাজ্যসভা এবং লোকসভার অধিবেশন। এরপরেই বিরোধী দলের সাংসদরা সংসদ চত্বরে গান্ধী মূর্তির কাছে পৌঁছে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। একেবারে ব্যানার-প্ল্যাকার্ড হাতে শুরু হয় বিক্ষোভ। যেখানে আদানি এবং মোদী বিরুদ্ধে একাধিক স্লোগান তুলতে থাকেন সোনিয়া-রাহুল গান্ধীরা। যা নিয়ে সংসদের বাইরেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।