দেশ

কেরল ও তামিলনাড়ুতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

 ঘূর্ণাবর্তের কারণে বুধবার সকাল থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে একাধিক রাজ্যে। বৃষ্টিতে বিপর্যস্ত কয়েকটি এলাকা ইতিমধ্যেই জলমগ্ন। মৌসম ভবন সূত্রে খবর, বুধবার সকাল থেকে কেরলে ভারী বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত কেরলর জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে তামিলনাড়ু ও পুদুচেরিতেও আজ দিনভর ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টিতে পুদুচেরিতে, করাইকালে স্কুল বন্ধের ঘোষণা করা হয়েছে। আগামী দুইদিন অন্ধ্রপ্রদেশের উপকূলেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।