ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল অর্ডিন্যান্স ফ্যাক্টরি। মধ্যপ্রদেশের জব্বলপুরে আজ, মঙ্গলবার দুপুরে ঘটেছে ঘটনাটি। সেই বিস্ফোরণের জেরে গুরুতর জখম হয়েছেন ১০ জন। তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জখমদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের স্থানান্তরিত করা হয়েছে বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, ওই ফ্যাক্টরির ভিতরে এখনও অনেকে আটকে রয়েছেন। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিস ও দমকলবাহিনী। খবর দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। শুরু হয়েছে উদ্ধারকাজ। জব্বলপুরের খামারিয়াতে অবস্থিত রয়েছে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে। যাতে বোমা ও বিস্ফোরক তৈরি হয়। সূত্রের খবর, আজ, একটি হাইড্রোলিক সিস্টেমে কাজ করার সময়ে বিস্ফোরণটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে এলাকার কয়েকটি বাড়ি কেঁপে ওঠে। ভয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন অনেকেই। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন এই অর্ডিন্যান্স ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার ও অন্যান্য আধিকারিকরা।