সুপার সাইক্লোন আমফান দাপটে উপড়ে পড়া গাছ কাটতে নাজেহাল বাংলাকে সহায়তার হাত বাড়িয়ে দিল পড়শি রাজ্য উড়িষ্যা। উড়িষ্যা দমকলের ৩০টি দল এসেছে রাজ্যে। প্রতিটি দলে রয়েছেন ১০জন করে সদস্য। সোমবার সকাল থেকে রাসবিহারী মোড় সহ দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় ঝড়ে উপড়ানো গাছ কাটতে শুরু করে উড়িষ্যা দমকলের দলগুলি। শুধু গাছ কাটাই নয়, তার সঙ্গে রাস্তা সাফাই এবং জঞ্জাল পরিষ্কারের কাজও জোরকদমে করে চলেছে তারা। পড়শি রাজ্যের দমকল বাহিনীকে সহায়তা করছে স্থানীয় প্রশাসনও। তবে শুধু উড়িষ্যা দমকলের বাহিনী নয়, আম্পান বিধ্বস্ত বাংলায় পুনর্গঠনে সাহায্য করতে আগেই হাত লাগিয়েছে সেনাবাহিনী, এনডিআরএফ এবং এসডিআরএফ।