বিনোদন

সরকার বিরোধী পোস্ট করে গ্রেফতার অস্কার জয়ী অভিনেত্রী তারেনাহ আলিদোস্তি

ইরান: হিজাব বিরোধী আন্দোলনের জেরে ইরানে এখন অগ্নিগর্ভ পরিস্থিতি। গত কয়েকমাস ধরে সেই আন্দোলনের জেরে ঘরে-বাইরে চাপের মুখে ইরান সরকার। এর মাঝেই সরকার বিরোধী আন্দোলনে নামার জন্য ও সোশ্যাল মিডিয়ায় হিজাব বিরোধী বিষয়টি নিয়ে সোচ্চার হওয়ার জন্য গ্রেপ্তার হলেন অস্কার জয়ী সিনেমার অভিনেত্রী তারেনাহ আলিদোস্তি। গতকাল, শনিবার ইরান সরকারের তরফে ওই অভিনেত্রীকে গ্রেপ্তারির ফরমান জারি করা হয়। তারপরেই গ্রেপ্তার করা হয়েছে তারেনাহকে। গত ৮ ডিসেম্বর তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আপনার নীরবতা দমন এবং দমনকারীদের সমর্থনের। ‘এই নৃশংসতা যে আন্তর্জাতিক সংস্থাগুলি দেখেও মুখ বুজে রয়েছে, তারা প্রত্যেকে মানবতার নামে লজ্জা।’ তারপরেই গতকাল, ওই অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়। ওয়াকিবহল মনে করছে ওই সরকার বিরোধী পোস্টের জন্যই হাজতে যেতে হল অভিনেত্রীকে। তারেনাহ ইরানের একাধিক ছবিতে অভিনয় করেছেন।