বিদেশ

ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধে হুঁশিয়ারি দিলেন পাক মন্ত্রী শাজিয়া মারি

 দুদিন আগেই পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো বলেন ‘ওসামা বিন লাদেন মৃত। কিন্তু, গুজরাতের কষাই এখনও বেঁচে।’ নাম না করলেও তাঁর নিশানায় ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটা বোঝাই যায়। ভুট্টোর সেই মন্তব্যের কড়া জবাব দেয় ভারত। এবার সেই ঘটনার অবসান ঘটতে না ঘটতে আরও এক মন্তব্য ধেয়ে এসেছে ভারতের দিকে। তবে এবার সরাসরি হুমকি দিয়েছেন পাকিস্তানের শাসক দলের নেত্রী তথা সেদেশের মন্ত্রী শাজিয়া মারি। তিনি সরাসরি পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন ভারতকে। যাকে কেন্দ্র করে ফের বিতর্ক দানা বেঁধেছে। শাজিয়া মারি বলেছেন, ‘পাকিস্তান জানে কীভাবে উত্তর দিতে হয়। ভারত যেন না ভুলে যায় পাকিস্তানের কাছে একটি অ্যাটম বোম্ব আছে। আমরা প্রয়োজনে পরমাণু যুদ্ধে যেতে পারি।‘ তিনি আরও বলেছেন, ‘পাকিস্তানকে চড় মারলে চুপ করে বসে থাকব না আমরা। পাল্টা চড় দিতেও জানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতে শুধুই ঘৃণা ছড়াচ্ছেন। হিন্দুত্ববাদ গজিয়ে উঠেছে শুধুমাত্র মোদির জমানাতেই।‘ রাষ্ট্রসঙ্ঘে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের বক্তব্যকে প্রচারমূলক বলে ব্যাখা দিয়েছেন তিনি।