দেশ

১১২ কোটির আয়করের নোটিস, বিপাকে আইটি কর্মী

মাস মাইনে ৫৮ হাজার টাকা, অথচ তাঁর কাছে পৌঁছল ১১২ কোটি টাকা আয়কর জমা দেওয়ার নোটিস। ২৮ এপ্রিলের ওই নোটিসে আয়কর দপ্তরের দাবি, ২০১১-’১২ সালে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ১৩২ কোটি টাকা লেনদেন হয়েছে। আকাশ থেকে পড়েন ভোপালের রবি গুপ্তা। এখন এ দপ্তর সে দপ্তর ঘুরছেন ওই আইটি কর্মী। এর আগে ২০১৯ সালে প্রথম আয়কর বিভাগের নোটিস পান রবি গুপ্তা। সে বারে তাঁকে সাড়ে তিন কোটি টাকা জরিমানা দিতে বলা হয়। তখন নোটিসটি ইডি ও সিবিআইয়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এমনকী, ২০২০ সালের জানুয়ারি মাসে খবর প্রকাশিত হওয়ার পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অর্থমন্ত্রককে বিষয়টি দেখার জন্য বলা হয়। পরে জানা যায়, রবি গুপ্তার প্যান নম্বর ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট খুলে ওই টাকা লেনদেন হয়েছে।