দেশ

আগরতলায় অভিষেকের সভা ঘিরে চূড়ান্ত জটিলতা, ধরনায় তৃণমূল

ত্রিপুরায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে জটিলতা৷ রবিবার আগরতলায় রবীন্দ্র ভবনের সামনে সভা করার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ কিন্তু রাস্তায় যানজটের অজুহাত দিয়ে শেষ মুহূর্তে সেই অনুমতি বাতিল করে পুলিশ৷ সভা অন্যত্র সরিয়ে নেওয়ার কথা বলা হয় ত্রিপুরা পুলিশ, প্রশাসনের পক্ষ থেকে৷ কিন্তু সেই দাবি মানতে নারাজ তৃণমূল কংগ্রেস৷ তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, মঞ্চ ভেঙে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে পুলিশ৷ পাল্টা সভা মঞ্চের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা৷ তৃণমূল নেতৃত্বের দাবি, আগরতলার রবীন্দ্র ভবনের সামনে সভা করার জন্য নিয়ম মেনে অনুমতি চাওয়া হয়৷ শুক্রবার পুলিশের তরফে সেই অনুমতিও দিয়ে দেওয়া হয়েছিল৷ কিন্তু আচমকাই এ দিন সকাল থেকে বেঁকে বসে পুলিশ৷ অভিযোগ, ত্রিপুরা পুলিশের তরফে জানানো হয় সভায় অনেক বেশি ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে৷ ফলে সভা চলাকালীন সভা মঞ্চের সামনের ব্যস্ত রাস্তায় যান চলাচল বিঘ্নিত হবে৷ পুলিশের তরফে আগরতলার আস্তাবল মঞ্চে সভা সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয় তৃণমূল নেতৃত্বকে৷ পুলিশের প্রস্তাব মানতে রাজি হয়নি তৃণমূল নেতৃত্ব৷ তারা পাল্টা দাবি করে, শেষ মুহূর্তে এ ভাবে অন্যত্র সভার আয়োজন করা সম্ভব নয়৷ কারণ রবীন্দ্র  ভবনের সামনে মঞ্চ বাঁধা হয়ে গিয়েছে৷ সভার প্রায় সমস্ত প্রস্তুতিও সম্পন্ন৷ সভা ভেস্তে দিতেই পুলিশ যানজটের যুক্তি দিচ্ছে বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের৷ পুলিশি সিদ্ধান্তের প্রতিবাদে সভা মঞ্চের সামনেই অবস্থান বিক্ষোভ শুরু করেন তৃণমূলের নেতা, কর্মীরা৷ সভা করা নিয়ে পুলিশের সঙ্গে তৃণমূল নেতাদের কার্যত তর্কাতর্কি বেঁধে যায়৷ তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘এটা হাস্যকর ব্যাপার৷ পুলিশ নিজেই অনুমতি দিল৷ এখন পুলিশ বলছে সভা অন্যত্র সরিয়ে নিতে হবে৷ শেষ মুহূর্তে এ ভাবে অন্য জায়গায় সভার আয়োজন সম্ভব নয়৷ পুলিশ বলছে সভায় এত লোক হবে তারা ভাবেননি৷ আসলে ভয় পেয়ে এখন এসব বলছে পুলিশ৷’