তিওড় হোমের শিশুদের বাড়ি নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণের মামলায় হোমের কর্ণধারের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল বালুরঘাট জেলা আদালত । তিওড় ধীরেন মহন্ত চ্যারিটেবল সোসাইটি হোমের শিশুদের বাড়ি নিয়ে গিয়ে ধর্ষণ করত দিলীপ মহন্ত । দক্ষিণ দিনাজপুরের হিলি থানার তিওড়ে অবস্থিত ধীরেন মহন্ত চ্যারিটেবল সোসাইটির কর্ণধার দিলীপ মহন্ত সহ মোট তিনজনকে গতকাল দোষী সাব্যস্ত করার পর, এদিন সাজা ঘোষণা করে আদালত । বালুরঘাট আদালতের অতিরিক্ত জেলা এবং দায়রা দ্বিতীয় কোর্টের (পক্সো স্পেশাল) বিচারক সুজাতা খারগে মুল অভিযুক্ত দিলীপ মহন্তের বিরুদ্ধে ৩৭৬(২)(ডি)(আই) আইপিসি-সহ ৩ জনের পক্সো ধারায় দোষী সাব্যস্ত করেন। একই সঙ্গে হোমের প্রাক্তন সুপার সাবিত্রী হেমব্রম এবং সহায়িকা খুশি মন্ডলকে ৩৭৬(২)(ডি)(আই) আইপিসি ও ১০৯ আইপিসি ধারায় দোষী সাব্যস্ত করা হয়, অভিযুক্তকে এই ঘৃন্য কাজে সাহায্য করার জন্য । পর্যাপ্ত সাক্ষী প্রমাণের অভাবেই দিলীপ মহন্তের দুই ড্রাইভারকে বেকুসুর খালাস ঘোষণা করে আদালত।